আলোকিত জহির হাসপাতাল – সেবায় আলোকিত জীবন
আধুনিক চিকিৎসা সুবিধা, দক্ষ চিকিৎসক, ও সর্বোচ্চ যত্ন—সবকিছু এক ছাদের নিচে, সবার জন্য সহজলভ্য।
আলোকিত জহির সম্পর্কে জানুন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি গঠনতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, যেখানে তারা প্রয়োজনীয় ইন্দ্রিয় উদ্দীপনা পাবে এবং কার্যকলাপের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবে। সেই কারণে পেশাগত থেরাপিস্ট মোঃ জাহির উদ্দিন আকন্দ এমন একটি স্থান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন, যেখানে শিশুরা সর্বাঙ্গীন চিকিৎসা, শিক্ষা এবং যথাযথ পুনর্বাসন পাবে। “আলোকিত শিশু” হলো এমন একটি নাম, যার মাধ্যমে তাদেরকে বিশ্বের জন্য একটি সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
আলোকিত শিশু স্কুলকে কেন চিকিৎসা ভিত্তিক স্কুল বলা হয়?
কারন আলোকিত শিশু স্কুলের প্রতিটি শিশুকে বিভিন্ন বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে তার সমস্যা গুলো বের করা হয়। এই বিশেষজ্ঞদলের মাঝে থাকেন অকুপেশনাল থেরাপীষ্ট, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপীষ্ট, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীষ্ট, ফিজিওথেরাপীষ্ট, সাইকোলজিষ্ট এবং প্রাতঃ শিশু বিকাশ বিশেষজ্ঞ। প্রত্যেক বিশেষজ্ঞ তাদের অর্জিত জ্ঞান দ্বারা প্রতিটি শিশুর জন্য একটি চিকিৎসা প্লাণ তৈরি করেন এবং এই প্লাণটি শিশুর আই ই পি (ইন্ডিভিজুয়ালাইজ্ড ইডুকেশন প্লাণ) এ সংযুক্ত করা হয়। শিশু স্কুলে আসা মাত্র সেই প্লাণ বাস্তবায়নের মধ্য দিয়েই শিশুর স্কুল কার্যক্রম আরম্ভ হয়। প্রত্যেকজন শিশু তার নির্দিষ্ট সময় অনুযায়ী থেরাপি পেয়ে থাকেন। একজন শিক্ষক একজন ছাত্রের সাথে কাজ করার জন্য শিক্ষক নিজেই সেই প্লাণ বাস্তবায়ন করতে পারেন। প্রত্যেকজন শিক্ষক বিশেষ ভাবে সেই থেরাপিউটিক কার্যক্রমগুলো প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে। স্কুল কর্তৃপক্ষ নিজস্ব দ্বায়িত্বেই সেই প্রশিক্ষণ স্ব স্ব প্রফেশনালদ্বারা করিয়ে থাকেন। ফলে শিশু প্রতিদিন প্রয়োজনীয় সকল থেরাপি পাওয়ার জন্য তার বিশেষ সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং শিশু স্কুলের পরবর্তী কার্যক্রমগুলোতে অনেক ভালোভাবে মনোনিবেশ করতে পারে। তাই আলোকিত শিশু স্কুলকে একটি চিকিৎসা ভিত্তিক স্কুল বলা হয়।
তাছাড়াও আলোকিত শিশু স্কুলে প্রতিটি শিশু মাসে কমপক্ষে ৪ টি প্রফেশনাল এ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে। যেখানে শিক্ষক, অভিভাবক ও শিশু উপস্থিত থাকেন। যার ফলে শুধু শিক্ষক নয় অভিভাবকও শিশুর জন্য সঠিক গাইড লাইন পেয়ে থাকেন। মা-বাবা বা অভিভাবক যেন বাড়ীতে সেই কাজ সঠিক ভাবে করতে পারেন সে জন্য হাতে কলমে প্রশিক্ষণও দেয়া হয়।
প্রতিদিন শিশুদের জন্য একটি এ্যাসেম্বলির আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন শারীরিক কলাকসরত শিশুরা শিখে থাকে। আছে মর্নিং গ্রুপ থেরাপি। যেখানে শিশু সামাজিক মত বিনিময় ও নিজের কাজকর্ম যেমন দাত ব্রাশ করা, মুখ ধৌত করা, মুখ মোছা, চুল আচড়ানো, শার্ট ও প্যান্ট পরা, কাল্পনিক গাড়ি চালিয়ে স্কুলে যাওয়া ইত্যাদি শিখে থাকে। অকুপেশনাল থেরাপীষ্ট এই গ্রুপ পরিচালনা করে থাকেন। আরো আছে গ্রুপ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রোগ্রাম। স্পিচ থেরাপীষ্ট সেই গ্রুপ পরিচালনা করেন। শিশুর কথার বিকাশ ঘটাতে ও মতবিনিময় করতে এর বিকল্প নেই।
আরো কিছু উল্লেখ যোগ্য বিষয় হলো আলোকিত শিশু স্কুল কার্যক্রম ও সাপ্তাহিক মূল্যায়ন অভিভাবক নিজে স্বশরীলে উপস্থিত থেকে দেখতে পারেন ও মতামত প্রদান করতে পারেন। প্রতি চার মাস পর পর প্রতিটি শিশুর পরীক্ষা নেয়া হয় এবং তার উন্নতির উপর পরবর্তী প্লাণ নির্ভর করে। পিতা-মাতার সামনে সন্তানের কাজের উন্নতি উপস্থাপন করা হয়। আমরা অবশ্য উন্নতি দেখাতে প্রতিজ্ঞা বদ্ধ ও সক্ষম।
আলোকিত শিশু স্কুলে আছে বিভিন্ন নিজস্ব তৈরি ক্লাস ও প্রাথমিক ক্লাস। যেমন মোটামুটি সমস্যাগ্রস্থ একজন শিশু শুরু করে পারফর্মেন্স লেভেল ওয়ান থেকে, তার পর লেভেল টু, ও থ্রি, শিশু পারফর্মেন্স লেভেল থ্রি উত্তীর্ন হলে তাকে বিশেষ কারিকুলামের সাথে প্লে গ্রুপের বিষয় গুলো সংযুক্ত করা হয়, এভাবে নার্সারি, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর ও ক্লাস ফাইভ পর্যন্ত শিশু পড়াশুনা করতে পারে।
অন্যান্য স্কুলের সাথে একটু তুলনা করে, আলোকিত শিশু স্কুলের কার্যক্রম একটি-একটি করে মিলিয়ে দেখুন, ১জন শিক্ষক কি ১জন ছাত্রের সাথে সর্বক্ষন কাজ করেন, শিশু কি প্রতিদিন সকল প্রয়োজনীয় থেরাপি স্কুলে পেয়ে থাকে, সাপ্তাহিক স্টেজ পারফর্মেন্স কি হয়, আপনি কি তা দেখতে পারেন, প্রতি সপ্তাহে কি শিশু একটি প্রফেশনাল এ্যাপয়েন্টমেন্ট পায়, আপনি কি প্রফেশনালদের সাথে সকল প্রয়োজনে সাথে সাথে দেখা করতে পারেন, ডায়েরির মাধ্যমে কি সঠিকভাবে আপনাদের সাথে মতবিনিময় হয়, প্রতি দুই মাসে কি একটি আউটিং প্রোগ্রাম হয়, শিশুর কি একটি সুস্পষ্ট উন্নতির মূল্যায়নপত্র প্রতি চার মাস পর পর আপনার হাতে দেয়া হয়, শিশুর উন্নতি বা মূল্যায়ন পরীক্ষা কি আপনার সামনে নেয়া হয়, ইত্যাদি। তারপর চিন্তা করুন, কোন স্কুল ভালো। সময়ের সঠিক ব্যবহার কে না করতে চায়! আপনার শিশু বয়স উপযোগী বিকশিত হোক তা কি আপনি চান্না? তাহলে দেরীকেন। সাহসী পদক্ষেপ তো নিতেই হবে। একটু চাকচিক্যের মোহ না হয় ত্যগই করলেন। আপনার শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য আলোকিত শিশু আছে আপনার পাশে। শুধু আপনার একটু সাহসী পদক্ষেপ প্রয়োজন।
আলোকিত শিশুর শক্তিঃ
১. চিকিৎসা ভিত্তিক স্কুল
২. সকল প্রফেশনাল- Occupational Therapist, Physiotherapist, Speech Therapist, Psychologist, Early Childhood Development Specialist,
৩. মাসে ৪টি প্রফেশনাল এ্যাপয়েন্টমেন্ট
৪. থেরাপির মাধ্যমে দিনের কার্যাবলী শুরু
৫. সিসি ক্যামেরায় সার্বক্ষনিক কার্যক্রম পর্যবেক্ষণ
৬. মর্নিং গ্রুপ থেরাপি প্রোগ্রাম
৭. স্পিচ গ্রুপ থেরাপি প্রোগ্রাম
৮. ১জন ছাত্রের জন্য ১জন প্রশিক্ষিত শিক্ষক
৯. আধুনিক শিক্ষা মাধ্যম ও উপকরন
১০. স্বাবলম্বিকরন বিষয় ও প্রাথমিক কারিকুলাম
১১. ৬ মাসের আই ই পি প্লাণ
১২. ২ সপ্তাহে সাপ্তাহিক প্লাণ মূল্যায়ন
১৩. সাপ্তাহিক স্টেজ পারফর্মেন্স
১৪. ডায়েরীর মাধ্যমে প্রতিদিন যোগাযোগ
১৫. অভিভাবকদের সকল কাজে অন্তর্ভূক্ত
১৬. ২ মাসে ১টি শিক্ষাভ্রমণ ও বছরে ১টি পিকনিক
১৭. প্রতি ৪ মাসে অভিভাবকের উপস্থিতিতে পরীক্ষার মাধ্যমে লিখিত মূল্যায়নপত্র প্রদান
১৮. অভিভাবক মিটিং ও ট্রেনিং
১৯. শিক্ষক মিটিং ও ইনসার্ভিস প্রোগ্রাম
২০. আন্তরিক ও সেবার মানসিকতা
”আপনার শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য আমাদের কার্যক্রমগুলো ভালোভাবে বুঝুন এবং অন্যকে জানিয়ে উপকার করুন”
Physiotherapy Services in Details:
আপনার হাতের কাছেই একটি মানসম্মত ফিজিও থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও সাইকোলোজি সেবা সম্বলিত থেরাপি সেন্টার রয়েছে। আপনি বা আপনার পরিচিত কেউ কি
- ব্যাক পেইন
- বাত ব্যাথা/আর্থ্রাইটিস
- কোমর ব্যাথা
- হাটু ব্যাথা
- খেলাধূলা জনিত আঘাত
- বার্ধক্য জনিত সমস্যা
- স্ট্রোক
- প্যারালাইসিস
- মানসিক সমস্যা
- শিশুদের জন্মগত ত্রুটি
- শিশু প্রতিবন্ধী অটিজম
- কথার সমস্যা
ইত্যাদি সমস্যায় রয়েছে। এগুলোকে থেরাপিউটিক ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। আর একটু চেষ্টা করলেই আমরা ভালো হতে পারি ও ভালো থাকতেও পারি। পারি আমাদের বৃদ্ধ মা বাবাকে বা ছোট্র শিশুকে সুস্থ ও কর্মক্ষম রাখতে।
আমাদের সেবা সমূহ:
- ফিজিওথেরাপি
- অকুপেশনাল থেরাপি
- স্পিচ থেরাপি
- সাইকো থেরাপি
- গ্রুপ থেরাপি
- সেন্সরি থেরাপি
- সেল্ফকেয়ার ট্রেনিং
আমাদের আছে- অভিজ্ঞ কোয়ালিফাইড থেরাপীষ্ট মহিলা থেরাপীষ্ট সু-সজ্জিত আধুনিক যন্ত্রপাতি শীতাতপ নিয়ন্ত্রিত থেরাপি কক্ষ।
কি ভাবে সেবা নিবেন?
আলোকিত জহির ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস সেন্টারে এসে ১০০ টাকা দিয়ে আ্যপয়েন্টমেন্ট নিয়ে কর্তব্যরত কন্সাল্টেন্টের সাথে সমস্যার বিস্তারিত তুলে ধরতে হবে। থেরাপীষ্ট আপনার সমস্যা ও করনীয় সকল বিষয় আপনাকে বুঝিয়ে দিবেন। এখানে ৩০০ থেকে ৫০০ টাকায় সকল থেরাপি নিতে পারবেন। আমরা আপনার সমস্যা বুঝে সঠিক সেবাটিই দিতে সচেষ্ট হব। প্রয়োজনে বোর্ড মিটিং করে সমস্যার সমাধান করা হবে। সিনিয়র থেরাপীষ্টকেও দেখানোর সুযোগ রয়েছে।
গ্রিন কার্ড সেবা:
গ্রিন কার্ড নিলে রেগুলার বেসিসে সারা বছর ২০% কমখরচে থেরাপি নিতে পারবেন।
কখন সেবা নিতে পারবেন?
আলোকিত জহির ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস সপ্তাহে ৬ দিন শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সকল সময় কনসালটেন্ট, থেরাপীষ্ট, থেরাপীষ্ট সহায়তা কারী উপস্থিত থাকবেন। থেরাপি নেয়ার জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে কনসালটেন্সি সেবা উক্ত সময়ের মধ্যে যে কোন সময় নেয়া যাবে। আমাদের সেবা আপনাদের সামনে তুলে ধরতে ও সেবার মান বুঝতে কনসালটেন্সিসহ প্রথম ১টি থেরাপি সেশন ফ্রি গ্রহণ করুন শনি থেকে বৃহস্পতিবার।
কি ভাবে যোগাযোগ করবেন?
সরাসরি আমাদের সেন্টারে চলে আসুন। ১১০৭/এ এবং ১১০৫/বি, বায়তুল আমান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড, উত্তর আদাবর, শ্যামলী, আদাবর, ঢাকা ১২০৭, (আদাবর থানার পাশে), ০১৭০৪৮৬০৯৬৪ বাড়ী ১৫, রোড ৩১, উত্তরা মডেল টাউন, সেক্টর ৭, উত্তরা, ঢাকা, ০১৮৫৭৭৬৩৮৭১ ফোন করতে পারেন-০১৭০৬০৩৫২৩৩, ফেসবুক দেখতে পারেন-www.facebook.com/azprs
কাজে ব্যাস্ত থাকুন জীবনটাকেও স্বাস্থ্যকর অর্থবহ রাখুন ।