মায়ের চোখে স্বপ্ন
আমার সন্তান আজ স্বপ্ন দেখে একজন মায়ের চোখে আনন্দের অশ্রু—তার ছেলে নাফিস আজ নিয়মিত স্কুলে যায়, ছবি আঁকে এবং বন্ধুদের সাথে খেলাধুলা করে। আলোকিত শিশুর ধারাবাহিক শিক্ষা ও থেরাপি সহায়তার ফলেই নাফিস নিজের ভবিষ্যৎ নিয়ে এখন স্বপ্ন দেখতে শিখেছে।